কি নামে ডাকবো তোমায় হে রাসূলে আরাবী?
তোমার জন্য দিল সঁপিলাম উৎসর্গ করিলাম প্রানপাখি।
তুমি আরবের নবী তুমি অন্ধকারে আলোর প্রভাত!
তোমার প্রেমে সিক্ত হয়েছে কেটে গেছে কতো রাত।
তুমি আলোর নবী তুমি নুরের ফোয়ারা।
তোমার আলোয় উদ্ভাসিত হয়েছে মরু-সাহারা।
জন্মের আগেই যখন তোমার পিতা মারা যায়।
কোথায় যাবে কি করিবে মা আমিনা দিশা নাহি পায়।
জন্ম হলো তোমার সাথর্ক হলো মা আমিনার কূল।
ভূলে গেলেন তিনি সব দুঃখ দেখে তোমার ওই চাঁদমুখ।
কিছু দিন পরে মা আমিনাও তোমায় গেলেন ছেড়ে।
তখন তুমি আশ্রয় নিলে দাদা আব্দুল মোত্তালিবের ঘরে।
দাদার ছায়াতলেও থাকা হলো না তোমার। তাতে রহস্য ছিলো হয়তো বিধাতার।
কি নামে ডাকবো তোমায় হে রাসূলে আরাবী?
তোমার তরে দিল সঁপিলাম উৎসর্গ করিরাম প্রানপাখি।