স্টাফ রিপোর্টার মোঃ মহিবুল্লাহ্ ভূঁইয়া বাবুলঃ
লাকসাম উপজেলার পূর্ব লাকসাম ৮নং ইউনিয়নের উত্তর নরপাটি কালা গাজী মসজিদের পুকুরের পূর্ব পাড়ের রাস্তা অর্থাৎ বাঙ্গড্ডা রোড থেকে রৌশন ও শাহাজাহানের বাড়ি পযন্ত যাতায়াতের এক মাত্র রাস্তা টি বেহাল দশা।
নরপাটি গ্রামবাসীর অভিযোগ এই রাস্তা টি বিষয়ে স্থানীয় ২নং ওয়ার্ড মেম্বার কবির ও ৮ নং লাকসাম পূর্ব ইউনিয়নে পরিষদের আলী আহমেদ চেয়ারম্যানকে উত্তর নরপাটি কালা গাজী মসজিদের পুকুরের পূর্ব পাড়ের রাস্তা টি মেরামত করার জন্য কয়েক বার করে এলাকাবাসী জানান, তাতে কোন অন্নপাত করছে না ইউপি সদস্য কবির ও আহমেদ চেয়ারম্যান,
স্থানীয় নরপাটি গ্রামেবাসী আরও জানান এই রাস্তা টি দিয়ে যাতায়াতের সময় এলাকার শিশু শিক্ষার্থীরা কয়েক বার পারে হাত পা ভেঙ্গেছে কোন হিসাব নাই, আরও এক ভুক্তভোগী বলেন , আমাদের গ্রামের ডেলিভারি ও মনুষ্য রোগীদের জন্য অ্যাম্বুলেন্স ঢুকানো যায় না, এই রাস্তাটি অবহেলার কারনে।
গ্রামবাসী আরো বলেন প্রাকৃতিক দুর্যোগ বা শর্ট সার্কি থেকে এই গ্রামে আগুন লাগলে যে ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকবে সেই ব্যবস্থাও নেই এবং কি একটি মানুষ মারা গেলে, মৃত ব্যক্তির শেষ ঠিকানা কবরস্থানে যাওয়ার ও জানাযার খাটিয়া নিয়ে যে যাবে সেই ব্যবস্থাও নেই ।
এই বিষয়ে ইউপি সদস্য কবিরে মুঠো ফোনে যোগাযোগ চেষ্টা করে তাকে পাওয়া যায়নি, ৮নং লাকসাম পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান অফিসে গেলে, ইউনিয়ন চেয়ারম্যানের দেখা মিলেনি জরুরি কাজে বাহিরে গিয়েছেন বলে ইউপি সচিব জানান, পরে ইউনিয়ন চেয়ারম্যান আলী আহমেদ এর মুঠো ফোনে যোগাযোগ করলে,
আলী আহমেদ চেয়ারম্যান জানান আমি এই রাস্তা টির বিষয়ে কয়েক বার করে উদ্যোগ নিয়েছি কিন্তু দুঃখের বিষয় কেউ রাস্তা জাগা ছাড়তে রাজি না। রাস্তার জাগা যদি কেউ না ছাড়তে চায় তাহলে আমি কিভাবে রাস্তা করে দেবো, তিনি আরো বলেন রাস্তার জায়গা দিলে অবশ্যই আমি রাস্তা করে দিব এটা আমার ওয়াদা এটা আমার প্রতিশ্রুতি এই কথা বলে উনি আশ্বাস দেন।
এখন নরপাটি গ্রামের মানুষের প্রাণের দাবি এ রাস্তাটি যে, দ্রুত জনগণের স্বার্থে, এলাকার স্বার্থে সংস্কার কাজ করা হয়