নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ-
গত ২/১০/২০২৪ ইং তারিখে জীবন সন্ধানী সমাজ কল্যাণ সংস্থার প্রধান কার্যালয়ের হল রুমে প্রশিক্ষণ আয়োজন করা হয়। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় ৪০ জন কৃষক ক্লাইমেট রেজিলিয়েন্স ম্যানেজম্যান্ট প্রকল্পের অধীনে কৃষক মাঠ স্কুল প্রশিক্ষণের আয়োজন করা হয়। বাস্তবায়নকারী সংস্থা জীবন সন্ধানী সমাজ কল্যাণ সংস্থা (JSSKS) এবং কারিগরি সহাযোগীতা করেন প্রজ্ঞা সলিউশন উক্ত প্রশিক্ষণে কৃষি ব্যবস্থাপনা ক্ষুদ্র কৃষক, মৎস্য /ফসল সংক্রান্ত পরামর্শ দেয়া হয় এসময় প্রশিক্ষণে প্রশিক্ষন প্রদান করেন উপসহকারী কৃষি কর্মকর্তা জেসমিন আক্তার সোনারগাঁ উপজেলা এছাড়া প্রশিক্ষণ উদ্বোবধন করেন সংস্থার নির্বাহী পরিচালক জাহানারা আক্তার JSSKS বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহাউদ্দীন জাকারিয়া প্রোগ্রাম অফিসার প্রজ্ঞা সলিউশন বাংলাদেশ এবং মোঃ সাদ্দাম হোসেন কো-অর্ডিনেটর জীবন সন্ধানী সমাজ কল্যাণ সংস্থা।