মোঃ শামীম হোসেন- খুলনা বিভাগীয় প্রতিনিধিঃ- খুলনার দাকোপে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ সভায় স্বাগত বক্তৃতা করেন খুলনা জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড মাহবুবার রহমান। অতিথির বক্তৃতা করেন দাকোপ থানা অফিসার ইনর্চাজ উজ্জল দত্ত, উপজেলা আওয়ায়ী লীগে সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভূমিদাতা, উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আলহাজ¦ শেখ আবুল হোসেন, উপজেলা সমজাসেবা কর্মকর্তা প্রবীর রায়,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের,বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট শিল্পপতি মোঃ আমজাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মহিত লাল মাঝি, বীর মুক্তিযোদ্ধা মনোজ কুমার রায়, বীর মুক্তিযোদ্ধা মোঃ অহেদ গাজী প্রমুখ। সভা শেষে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করেন অতিথির বৃন্দ। সভাটি পরিচালনা করেন সোনালী ব্যাংক দাকোপ উপজেলা শাখা ব্যবস্থাপক মোঃ আনোয়ারুলজ্জামান।