নিজস্ব প্রতিনিধি
ঘটনা সূত্রে জানা যায় লালমনিহাট জেলার হাতীবান্ধা উপজেলার গতামারী ইউনিয়নের গতামারি সীমান্তে ৮ই মার্চ বাংলাদেশী এক গরু ব্যবসায়ী কে ধরে নিয়ে যায় ভারতীয় গরু ব্যবসায়ী তাকে বাড়িতে আটকে রেখে শারীরিক নির্যাতন করে সেই নির্যাতনের ছবি বাড়িতে পাঠিয়ে দিয়ে টাকা দাবি করেন তাদের অভিযোগ তারা বাংলাদেশি গরু ব্যবসায়ীদের কাছে টাকা পায়।আটকৃত ব্যক্তির নাম মাহবুবুর রহমান মিলন তার পিতার নাম কুরবান আলী গোতামারী ২ নং ওয়ার্ড ।আটকৃত ব্যক্তির বাবা দাবি করেন চেয়ারম্যান ও তার ভাগিনা এর পিছনে দায়ী।গোতামারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনাবেরুল ইসলাম মোনার সাথে কথা বলে জানতে পারি ওই ছেলে অবৈধ ব্যবসার সাথে জড়িত তাকে ভারতের কে বা কাহারা ধরে নিয়ে গেছে আমি জানিনা আমি ইউনিয়নের চেয়ারম্যান আমার সঙ্গে সবার পরিচয় থাকতেই পারে তাই বলে আমার নাম বললে আমি মেনে নেব না। যদি ভালো ছেলে হইতো তাহলে ভারতের সীমান্তে যাইতো না।এলাকা এলাকাবাসী বলেন এই ছেলে ভারতীয় অবৈধ ব্যবসার সাথে জড়িত সে সব সময় ভারতীয় সীমান্তে যায় সেখানে তার যাওয়া-আসা