নিউজ ডেস্কঃ
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় সাথী খাতুনের দায়ের করা যৌতুক মামলায় স্বামী লিটন মিয়াকে দুই বছরের সাজা দেয় বিজ্ঞ আদালত। এরপর আত্নসমর্পন না করে দীর্ঘদিন পালাতক ছিলেন। অবশেষে পুলিশের হাতে ধরা খেল এই আসামি লিটন মিয়া।রোববার (৯ জুলাই) বিকেল ৩ টার দিকে জেলার পলাশবাড়ী বাস স্ট্যান্ড থেকে আসামি লিটন মিয়াকে গ্রেফতার করা হয়।
লিটন মিয়া সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের ছোট ছত্রগাছা গ্রামের মোজাফ্ফর আলীর ছেলে। এ তথ্য নিশ্চিত করে সাদুল্লাপুরের ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রর উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম বলেন, রংপুরের পীরগঞ্জ উপজেলার আজমপুর গ্রামের সাখাওয়াত হোসেনে মেয়ে সাথী খাতুন (২৫) ২০২১ সালে তার স্বামী লিটন মিয়ার (৩০) বিরুদ্ধে যৌতুক মামলা দায়ের করে। এই মামলা বিজ্ঞ আদালত আসামি লিটনকে দুই বছরের সাজা ও অর্থদণ্ডাদেশ দেন। এসময় আত্নসমর্পন না করে আসামি লিটন মিয়া দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। এরই একপর্যায়ে আজ বিকেল ৩ টার দিকে ওইস্থান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।