নিজস্ব প্রতিবেদকঃ
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বাসের ধাক্কায় বাবা মেহেদী হাসান নয়ন (৪০) ও তার ছেলে নাহিদ হাসান (১০) নিহত হয়েছে। মঙ্গলবার (২৭ জুন) সকাল সাড়ে ১১ টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের মাঠেরহাট নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান নয়ন সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের জানিপুর গ্রামের মৃত আলহাজ্ব আতোয়ার রহমানের ছেলে। স্থানীয় ভগবানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন তিনি।
স্থানীয়রা জানান, ওই সময় মেহেদী হাসান নয় তার ছেলে নাহিদকে নিয়ে গাইবান্ধা শহরের বাসা থেকে মোটরসাইকেল চালিয়ে গ্রামের বাড়ি জানিপুরে ফিরছিলেন। এরই মধ্যে ওইস্থানে পৌঁছালে অপর একটি যাত্রীবাহী বাস ধাক্কায় দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলে নয়ন নিহত হন। সঙ্গে থাকা শিশু নাহিদ গুরুতর আহত হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যায়। এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, মাঠেরহাট নামকস্থানে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।