তন্ময় দেবনাথ
রাজশাহী জেলা প্রতিনিধি
আজ রবিবার বাঘা উপজেলার গোচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আলহাজ্ব মোহাম্মদ শাহারিয়ার আলম এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃমুক্তার আলি মেয়র আড়ানী পৌরসভা,মীর মোঃ মামুনুর রহমান উপজেলা শিক্ষা অফিসার বাঘা রাজশাহী, মোঃ নুরুল ইসলাম প্রকৌশলী (এলজিইডি)বাঘা রাজশাহী, মোঃ আনজারুল ইসলাম সভাপতি প্রধান শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ, মোঃ আব্দুল মতিন মতি সভাপতি আড়ানী পৌর আওয়ামী লীগ, মোঃ রিবন আহমেদ বাপ্পি সাধারণ সম্পাদক আড়ানী পৌর আওয়ামী লীগ, মোঃআরিফুল ইসলাম সভাপতি গোচর সরকারি প্রাথমিক বিদ্যালয়,মোঃ নওশাদ আলি ২নং ওয়ার্ড কাউন্সিলর আড়ানী পৌরসভা,অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন শারমিন আকতার উপজেলা নির্বাহী অফিসার বাঘা রাজশাহী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মী বৃন্দ।
অনুষ্ঠানের প্রথমে ছাত্র ছাত্রীরা প্রধান অতিথির আগমনী উপলক্ষে ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানায়, পরে ফিতা কেটে ভবনের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আলহাজ্ব মোহাম্মদ শাহারিয়ার আলম।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষক- শিক্ষিকা,ছাত্র ছাত্রী ও স্থানীয় নেতা কর্মী বৃন্দ ফুলের মালা এবং ফুল দিয়ে বরন করে নেন অতিথিদের।
এছাড়াও প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আলহাজ্ব মোহাম্মদ শাহারিয়ার আলম এমপি মহোদয়ের আগমন উপলক্ষে শুভেচ্ছা জানাতে আড়ানী পৌর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনি সর্দার ও করিম সর্দারের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হন।
অনুষ্ঠানে কোরান তেলোয়াত,গীতা পাঠ শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের শুভেচ্ছা বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।