গ্রান্ট আকবর আইডিয়াল মাদ্রাসার “রিনা স্কুল “কর্তৃক আয়োজিত “পিঠা উৎসব ও বসন্ত বরণ “২০২৪ অনুষ্ঠিত
ফারুক আহমেদ সূর্য স্টাফ রিপোর্টারঃ লালমনিরহাট
লালমনিরহাট সদরের ফড়িং এর দীঘিতে গ্রান্ট আকবর আইডিয়াল মাদ্রাসার “রিনা স্কুল “কর্তৃক আয়োজিত “পিঠা উৎসব ও বসন্ত বরণ “২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত মহেন্দ্র নগরের ফড়িং এর দীঘির রিনা স্কুলের উদ্যানে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উৎসবের শুভ উদ্বোধন করেন পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন।
দেশের গ্রাম বাংলার নানান রকম বাহারী পিঠা ও ঐতিহ্যবাহী খাবারের পসরা বসায় দোকানীরা। মেলা উপলক্ষে আয়োজন করা হয়েছে শিশুদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান গান,নৃত্য ও কবিতা শুনতে গ্রামের সব বয়সের নারী-পুরুষ দর্শনার্থীদের সমাগমে পিঠা উৎসব পরিণত হয়েছে যেন মিলন মেলায়।
পিঠা মেলা আলোচনা সভায় সভাপতিত্ব করেন গ্রান্ট আকবর আইডিয়াল মাদ্রাসা ও রিনা স্কুলের চেয়ারম্যান একে এম মিজানুর রহমান লিটন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হামিদ ও রিনা স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরাসহ পিঠা মেলায় অংশগ্রহণকারীর অভিভাবকেরা। পরিশেষে পিঠা উৎসবের প্রায় ৫৫ টি স্টলের প্রতিটি স্টল ঘুরে দেখেন অতিথিবৃন্দরা। বিকালে প্রথম হওয়া পুরস্কারের মাধ্যমে পিঠা উৎসবের সবাইকে পুরস্কার বিতরণে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।