কালীগঞ্জ প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জের চন্দ্রপুর সীমান্তে গুলিতে মাথায় রক্ত খরন, আহত ও নির্যাতিত সুমন (২৫) রংপুর মেডিকেলে চিকিৎধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে রংপুরে মেডিকেলে গোপনে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, গত ২৫ ফেব্রুয়ারী রোববার দিবাগত রাতে চন্দ্রপুর সীমান্তে মাদক আনতে যায় ১৭ হতে ১৮ জনের একটি দল। পরে বিএসএফের তাড়া খেয়ে সবাই পালিয়ে আসতে পারলেও সুমনকে আটক করে বিএসএফ। পরে তাকে গুলি করে গুরুতর আহত করে এবং আহত অবস্থায় তাকে বেধরক মারপিটও করে মৃত্যু নিশ্চিত হয়েছে মনে করে চল যায় বিএসএফ। পরে তার সহযোগীরা গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেলে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাত ১ টায় মৃত্যু হয় সুমনের। এ ঘটনায় নিহত সুমনের ময়নাতদন্তের পর লাশ দাফনের জন্য বাড়িতে আনা হবে বলে জানান পুলিশ।
নিহত সুমনের বাড়ি জেলার কালীগঞ্জ উপজেলার উত্তর বালাপাড়া এলাকার আলা উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
তবে এ ঘটনায় আহত আছে আরও দুই জন গুরুতর আহত রয়েছেন বলে জানা গেলেও তাদের পরিচয় কেউ প্রকাশ করছে না। তাদেরও গোপনে চিকিৎসা চলছে বলেও জানায় নাম প্রকাশ না করার শর্তে এক এলাকাবাসী।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি ভারপ্রাপ্ত) গোলাম রসূল বলেন, আমি ঘটনাটি শুনেছি এবং ঘটনাস্থলে পুলিশও পাঠিয়েছি। লাশের ময়নাতদন্ত শেষে বাড়িতে নিয়ে আসলে আমরা কি করা যায় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’