নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় বিদ্যুৎ সঠিক ভাবে পরিচালনা করার নির্দশ দিয়েছেন এইচ এম ইব্রাহীম এমপি। কোন এলাকায় ২৪ ঘন্টার মধ্যে২২ ঘন্টা বিদ্যুৎ থাকে, কোন এলাকায় ২৪ ঘন্টার মধ্যে ১৮ ঘন্টা, আবার কোন কোন এলাকায় ২৪ ঘন্টার মধ্যে ৬ ঘন্টা বিদ্যুৎ থাকে না। এ নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন নোয়াখালী-১ আসনের জাতীয় জাতীয় সংসদ সদস্য এইচএম ইব্রাহিম। বৃহস্পতিবার (১৩ জুলাই) চাটখিল উপজেলা পরিষদের মাসিক সমন্বয় তিনি এ অসন্তোষ প্রকাশ করে বলেন, আজ থেকে চাটখিলে বিদ্যুৎ বিতরণের ক্ষেত্রে কোন ভিআইপি এলাকা নেই। চাটখিলের সব জনগণ আমার এবং সব এলাকায় সমানভাবে বিদ্যুৎ বিতরণ করতে হবে। এখন থেকে এই আদেশ কার্যকর করার জন্য তিনি উপজেলা পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করেন। এ রিপোর্ট লেখার সময়, চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে সভার কার্যক্রম অব্যাহত থাকে।