চাটখিল প্রেস ক্লাবে বৃহস্পতিবার (১২ জানুয়ারী) সন্ধ্যায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রেস ক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে ও অর্থ-সম্পাদক জসিম মাহমুদের পরিচালনায় এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সাংবাদিক দীন মোহাম্মদ, প্রেস ক্লাবের কার্যকরী কমিটির নির্বাহী সদস্য মামুন হোসেন, সহ-সাধারন সম্পাদক গুলজার হোসেন সৈকত, প্রেস ক্লাবের নতুন সদস্য সাংবাদিক মনির হোসেন, মোহাম্মদ রহমত উল্যাহ, খালেদ হোসেন, সাঈদ মোহাম্মদ তুষার প্রমুখ। এসময় প্রেস ক্লাবের সাথে সম্পৃক্ত বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ভূমিকা ও পরবর্তীতে স্বাধীনতা ধরে রাখার প্রচেষ্টার ত্যাগ ও বিসর্জন তুলে ধরে বক্তরা বলেন, স্বাধীনতার পরবর্তী ১০ জানুয়ারী বঙ্গবন্ধু দেশে আসলেই আমাদের বিজয়ের পূর্ণতা পায়। সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ দেশের স্বাধীনতা অর্জনে ও বিভিন্ন গনতান্ত্রিক আন্দোলন সংগ্রামের শহিদদের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।