ফজল উদ্দিন ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতকে আলমপুর দাখিল মাদরাসা স্থাপন প্রসঙ্গে এলাকাবাসীকে নিয়ে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত হয়। সাবেক মেম্বার বীর মুক্তিযোদ্ধা উস্তার আলীর সভাপতিত্বে ও হাফেজ শাহজাহানের পরিচালনায় অনুষ্ঠিত পরামর্শ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশে বেড়াতে আসা চায়না বংশধর মালয়েশিয়া প্রবাসী, আবদুল আউয়ালের কফিল বিশিষ্ট ব্যবসায়ী মিস্টার রয়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চায়না বংশধর, মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী মিস্টার থ্যাংস। শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের মুল উদ্যোক্তা, আলমপুর গ্রামের বাসিন্দা, সমাজসেবী ও শিক্ষানুরাগী আবদুল আউয়াল। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মিস্টার খাইরুল, আবু আইউব আনসারী, ছোলায়মান আহমদ, আবু আহবাব আনসারী, মাহবুবুর রহমান, আলেক মিয়া। আলমপুর (মাঞ্জিহারা) গ্রামবাসীর ব্যানারে আয়োজিত পরামর্শ সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জজ কোর্টের আইনজীবী এ্যাডভোকেট ওয়াকিব আলী, তেরাপুর জুনাব আলী একাডেমির প্রিন্সিপাল ফয়জুল হক, ঘিলাছড়া গ্রামের বাসিন্দা ও স্কুল শিক্ষক শহিদুল ইসলাম, মাঞ্জিহারা গ্রামের বাসিন্দা ক্বারী আবদুল গফ্ফার প্রমুখ। এসময় আলমপুর, মাঞ্জিহারা, ঘিলাছড়া, দাহারগাঁও, তেরাপুর, মোহনপুর, সায়াতপুর, সদরপুর গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথি তাঁর পক্ষ থেকে মাদরাসা পড়ুয়া এতিম শিশুদের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন। এর আগে দুই প্রবাসীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান গ্রামবাসী।
শুভেচ্ছা বক্তব্যে প্রবাসী আবদুল আউয়াল বলেন, মায়ের প্রতি সন্তানের ভালবাসাস্বরুপ তিনি তার জীবনের সব কিছু বিলিয়ে দিয়েও একটি দাখিল মাদরাসা প্রতিষ্ঠা করতে চান। বিনিময়ে তিনি জায়গা, মাটি ভরাট, দেওয়াল প্রাচীরসহ একটি ভবন নির্মাণ করে দিবেন। তিনি এলাকার সর্বস্থরের মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন।
প্রধান অতিথি মিস্টার রয় বলেন, ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান করা একটি মহৎ কাজ। প্রতিষ্ঠান স্থাপিত হলে ছেলে-মেয়েরা ইসলামি শিক্ষায় শিক্ষিত হবে। যারা এ মহৎ কাজের উদ্যোগ নিয়েছেন তাদেরকে তিনি ধন্যবাদ জানিয়ে আরও বলেন, সমাজে ভাল কাজ করলে কিছু মানুষ বাঁধা দিবে। এসবের দিকে দৃষ্টি দিতে নেই। বরং সকলকে সাথে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়াই সফল মানুষের কাজ।
এদিকে, রাত ১০টার দিকে শিক্ষানুরাগী আবদুল আউয়ালের আলমপুরস্থ বাড়িতে স্থানীয় সাংবাদিকদের সাথে চায়না বংশধর মালয়েশিয়া প্রবাসী মিস্টার রয় ও মিস্টার থ্যাংস এর এক মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় ছাতক প্রেসক্লাবের সেক্রেটারি আনোয়ার হোসেন রনি, সাংগঠনিক সম্পাদক কাজি রেজাউল করিম রেজা, ছাতক অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি খালেদ মিয়া ও ফজল উদ্দিন, ইউপি সদস্য সাজল মিয়া, আলী আহমদ, শামীম আহমদ সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।