ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতকে যুবক খালেদ নূর ও স্কুল ছাত্রী ইভা বেগম হত্যাকান্ডের মুল নায়ক, জেল হাজতে থাকা রবিউল হাসানের ফাঁসিব দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। বৃহত্তর কুর্শী সর্বস্তরের এলাকাবাসীর ব্যানারে গত শনিবার বিকেল ৫টায় উপজেলার দোলারবাজার ইউনিয়নের মোহাম্মদগঞ্জ বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, শাহ আলম, সাহেব আলী, নুর ইসলাম, আবদুন নুর, শাহেল মিয়া, আয়না মিয়া, আম্বর আলী, সাবেক মেম্বার হায়দর আলী রাজু, সোনা মিয়া, নুরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, তাজুর রহমান সাধু মেম্বার, মজলু মিয়া, সাবেক মেম্বার আবদুল হক, নজির আলী, ছারু মিয়া, আকল মিয়া, আয়ূব আলী, সুমন মিয়া, মাওলানা ফিরোজ আহমদ, সুন্দর আলী, উকিল মিয়া, কাওছার আহমদ, কনা মিয়া, মুজিবুর রহমান, ছুরত আলী, আরব আলী, ইউনুস আলী, শুকুর আলী, জয়নাল আহমদ, শিপন মিয়া, আকবর আলী, মাসুক মিয়া, তোতা মিয়া, ছলু মিয়া, তেরাব আলী, লাল মিয়া মেম্বার, আবদুল কাহার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, নিরপরাধ ব্যক্তিদের এ মামলা থেকে অব্যাহতি দিয়ে ইভা হত্যার সাথে প্রকৃত জড়িতদের গ্রেফতার করে দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।