ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতকে মাননীয় প্রধানমন্ত্রী কতৃক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল, ছাতা,স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে
(গত ২৩ আগস্ট )বুধবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে শিক্ষা উপকরণ বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরের জামান চৌধুরী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। ইউ আর সি মোস্তফা আহসান হাবিব ও তথ্য আপা সাবিহা মুস্তারির যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভারপ্রাপ্ত আবু শাহাদাত মোহাম্মদ লাহিন মিয়া, লিপি বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবি পুলিন রায়, ইসলাম পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুফিআলম সোহেল,মনিপুরী সমাজ কল্যান সমিতির সভাপতি নিশিকান্ত দাস, শিক্ষার্থী সৈকত সিংহ রায়,দৃষ্টি রানী সিংহ। এসময় সভায় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি ইসলাম উদ্দিন, উপজেলা প্রকৌশলী আফছার আহমেদ, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ভারপ্রাপ্ত ও ভেটেরিনারি সার্জন ডা. ইমান আল- হোসাইন,উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাহ মোহাম্মদ শফিউর রহমান , ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন, সহ-সভাপতি ফজল উদ্দিন, পি আই ও কে এম মাহবুব রহমান, ইউ পি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, উপ- প্রশাসনিক কর্মকর্তা অরুণ অধিকারী,সহকারী প্রশাসনিক কর্মকর্তা জিতেন বর্মন প্রমূখ।