ছাতক প্রতিনিধিঃ
সুনামগেঞ্জর ছাতকে সরকারী কলেজের প্রভাষক ফখর উদ্দিন মো.স্বপনের বিরুদ্ধে থানায় পাল্টা অভিযোগ দায়ের করেছেন কালারুকা ইউনিয়নের হরিশপুর গ্রামের (বর্তমান মন্ডলীভোগের) বাসিন্দা মৃত মদরিছ আলীর ছেলে মো.আব্দুস সালাম (রুবেল)। (১৮ আগষ্ট) শুক্রবার রাতে কলেজের প্রভাষক ফখর উদ্দিনসহ দু’জনের বিরুদ্ধে লিখিত ওই অভিযোগ দায়ের করা হয়।
লিখিত ওই অভিযোগে বলা হয়, গত (১৬ আগষ্ট) বুধবার বিকেলে মন্ডলীভোগের বসবাসরত আবাসিক এলাকায় আব্দুস সালাম (রুবেল) এর ৫ম শ্রেনীতে পড়ুয়া ছেলে সিদ্দিকুর রহমান (অভি) কে ‘হাজী ইলিয়াছ মিয়া কমপ্লেক্সের পাহাড়াদারকে অমানবিক ভাবে মারপিট করে। বিষয়টি জানতে পেরে একইদিন রাতে অভি’র বাবা ‘হাজী ইলিয়াছ মিয়া কমপ্লেক্সের পরিচালক প্রভাষক ফখর উদ্দিনের কাছে বিচারপ্রার্থী হলে তিনি উত্তেজিত হয়ে বিচারের পরিবর্তে আমাদের উপর উল্টো হামলা করেন। যে কারনে আমার ও ছেলের শরীরের একাধিক স্থানে ফুলা জখম হয়। আমাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসলে বিবাদী পক্ষ হুমকি দিয়ে চলে যায়। গত বৃহস্পতিবার (১৭ আগষ্ট) সন্ধ্যার পর শহরের কেন্দ্রীয় মসজিদের সামনে আব্দুস সালাম রুবেলকে দেখতে পেয়ে এবিষয় নিয়ে প্রভাষক ফখর উদ্দিন গালমন্দ করেন। এক পর্যায়ে অজ্ঞাত কয়েকজন লোক ঘেরাও করে রাস্তায় ফেলে আব্দুস সালামকে মারপিট করেন। পরে স্থানীয়দের সহায়তায় ছাতক সদর হাসপাতালে চিকিৎসা নেন আব্দুস সালাম। একই ঘটনায় কলেজ প্রভাষক ফখর উদ্দিন তার উপর হামলার বিষয়ে আব্দুস সালাম রুবেলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম এ ঘটনার বিষয়ে বলেন, দু’পক্ষের দুটি পৃথক অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।