ফজল উদ্দিন ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে খামারিদের মধ্যে হাসঁ বিতরণ শুরু হয়েছে। (গত ২১আগষ্ট)সোমবার সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গনে পরিবেশকের হাসঁ বহন কারি ট্রাক এসে পৌছালে এখানে ৪ টি ইউনিয়ন ইসলাপুর,নোয়ারাই, উত্তর খুরমা ও সদর ইউনিয়নের প্রতিজন উপকার ভোগীর হাতে ১৫ টি করে হাঁস তোলে দেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ও ভেটেরিনারি সার্জন ডা.ইমান আল- হোসাইন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসের সম্প্রসারন কর্মকর্তা সুমন আচার্য, মনিটরিং কর্মকর্তা রাজিব কুমার রায়, আলমগীর হোসেন, ভেটেরিনারি ফিল্ড এসিস্ট্যান্ট শাহরিয়ার হোসেন।প্রমূখ। হাসঁ বিতরণ কালে ডা.ইমান আল- হোসাইন জানান সরকার গ্রামীন জনগোষ্ঠীর পুষ্টির চাহিদা পূরণ করতে ও অসহায় নারীদের স্বাবলম্বী করে তোলতে এ উদ্যোগ নিয়েছে। পুরু উপজেলায় প্রতিটি পয়েন্টে পরিবেশকের মাধ্যমে এ হাসঁ বিতরণ শুরু হয়েছে।