ফজল উদ্দিন, ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিদগঞ্জস্থ্য ইংরেজী মাধ্যমের স্কুল এন্ড কলেজ ব্রিজ একাডেমিতে বার্ষিক পুরক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।( গত ২৮ ডিসেম্বর) বুধবার সকালে একাডেমির হললুমে আনুষ্টানিক ভাবে ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল প্রকাশ করেন একাডেমির প্রিন্সিপাল মোস্তাক আহমদ ও ফাইনান্স এন্ড কলেজ কর্ডিনেটর মইন উদ্দিন আহমদ। এ সময় একাডেমির শিক্ষক/শিক্ষিকা ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
বেলা ১ টার দিকে একাডেমির কার্যক্রম পরিদর্শন করেন একাডেমির চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ আইয়ুব করম আলী, তার সহধর্মীণি ও একাডেমির পরিচালক হুসনা আরা আলী। সম্প্রতি যুক্তরাজ্য থেকে সংক্ষিপ্ত সফরে দেশে এসেছেন আইয়ুব করম আলী ও হুসনা আরা আলী এই দম্পতি।