ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতকে ভোটার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। (গত ২ মার্চ )বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় পরিষদ থেকে উপজেলা নির্বাচন কার্যালয়ের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালীর পর ৫ম জাতীয় ভোটার দিবসের আলোচনা সভা অনুষ্টিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নুরের জামান চৌধুরীর ষবাপতিত্বে ও ইউআরসি ইন্সটেক্টর মোস্তফা আহসান হাবিবের পরিচালনায় ‘ভোটার হবো নিয়ম মেনে, ভোট দেবো যোগ্যজনে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সভায় শুরুতেই শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.ফায়েজুর রহমান। বক্তব্য রাখেন, উপজেলা সদর হাসপাতালের ইউএইচও ডা.রাজিব চক্রবর্তী, আওয়ামীলীগ নেতা সৈয়দ আহমদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাহ মো.শফিউর রহমান, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার হোসেন তোতা, ছাতক সরকারী বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক জাহাঙ্গীর আজাদ, শিক্ষক হেলালুল ইসলাম, প্রনব দাস মিটু প্রমূখ।