ফজল উদ্দিন, ছাতক প্রতিনিধিঃ
ছাতক পৌর শহর ও উপজেলার গোবিন্দগঞ্জ বাজারের বিভিন্ন মাংসের দোকানে ভ্রাম্যামাণ আদালতের অভিযান চালিয়ে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
(গত ২৩ মার্চ)বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইসলাম উদ্দিন। অভিযানে ছাতক শহরের একটি ও গোবিন্দগঞ্জ বাজারের ৪ টি মাংসের দোকান থেকে এসব জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভ্যাটেরিনারি সার্জন ডাঃ ইমাম আল হোসাইন ও থানা পুলিশের সদস্যারা উপস্থিত ছিলেন।
সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যজিস্ট্রেট মোঃ ইসলাম উদ্দিন জানান,মাংসের দোকানের বৈধ লাইসেন্স না থাকা, দোকানে মুল্য তালিকা নেই এবং ভ্যাটেরিনারি কর্তৃপক্ষের কোন অনুমোদন ছাড়াই পশু জবাই করে মাংস বিক্রির অপরাধে পশু জবাই ও মাংস সংরক্ষণ আইনে তাদের জরিমানা করা হয়েছে। তিনি আরো বলেন,পবিত্র রমজান মাসে ক্রেতাদের কাছ থেকে মাংসের অতিরিক্ত মুল্য নেয়া হলে দ্রুত আইনগত
ব্যবস্থা নেওয়া হবে।