ফজল উদ্দিন, ছাতক প্রতিনিধিঃ
নাজমুছ সাকিব রাফাত’র জিপিএ-৫ অর্জন। সে সকল’র দোয়া প্রত্যাশী। সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের সূ-পরিচিত বিদ্যাপিঠ ” সাউথ ওয়েষ্ট সালেহ আহমেদ স্কুল এন্ড কলেজ” হতে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে রাফাত সাফল্যের সহিত জিপিএ-৫ লাভ করে কৃতিত্বের স্বাক্ষর রেখে মা-বাবা’র মূখ উজ্জল করেছে। সে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সিংচাপইড় গ্রাম’র স্থায়ী বাসিন্দা। তার বাবা মোহাম্মদ জাকারিয়া একজন সংবাদকর্মী ও মা গৃহকর্মী। দাদা মোহাম্মদ আজেফর আলী কৈতক ২০ শয্যাবিশিষ্ঠ হাসপাতালের একজন সরকারি কর্মচারী হিসেবে কর্মরত। নানী জুবেরা বেগম সদ্য সাবেক ভিজিটর ছিলেন। নাজমুছ সাকিব রাফাত এ প্রতিনিধির সাথে আলাপকালে জানায়, আমার এ কৃতিত্বের কর্ণধার হিসেবে মা-বাবা, দাদা, নানু ও বিদ্যালয়ের সকল শিক্ষক- শিক্ষকা বৃন্দ’র অবদান অপরিসীম। সে সকল’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতে আরো উন্নতির জন্য সকল’র দোয়া কামনা করেছে।