ফজল উদ্দিন, ছাতক প্রতিনিধিঃ
তিনি ছাতক উপজেলার দোলার বাজার ইউনিয়নের কল্যানপুর গ্রামের মোঃ আহাদ মিয়ার পুত্র ও যুক্তরাজ্য প্রবাসি।
যুক্তরাজ্য থেকে বিভিন্ন সময় সমাজিক কর্মকান্ডে অবদান রাখায় তাকে উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেওয়া হচ্ছে এসব সংবর্ধনা।
তারই ধারাবাহিকতায় মঙ্গলবার ২৪ জানুয়ারী বিকেলে ছাতকের দোলারবাজারস্থ দোকান মালিক সমিতি ও আল -আমিন ডেকোরেটার্স এর পক্ষ থেকে তাকে সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে তিনি প্রদান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
বাজার দোকান মালিক সমিতির সভাপতি, হাজী মোঃ আশিক মিয়ার সভাপতিত্বে ও জাতীয় শ্রমিক লীগ ছাতক উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আলীর পরিচালনায়, অনুষ্ঠিত সভায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কল্যানপুর হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মোঃ হামিদুর রহমান, পরে প্রধান অতিথিকে ক্রেষ্ট ও ফুল দিয়ে বরণ করা হয়।
অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোলারবাজার ইসলামীয়া দাখীল মাদ্রাসার সভাপতি হাজী মোঃ আশিক মিয়া, দোলার বাজার মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি মোঃ তেরা মিয়া, সহ-সভাপতি
মোঃ আব্দুল কাদির জালু, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, দোলার বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মোঃ আব্দুল কাহার, হাজী মোঃ বাহার উদ্দিন, মোঃ আরব আলী, সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে মোনাজাতের মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি হয়।
এর আগে (গত ০২ জানুয়ারি ) উপজেলার পালপুর মাদ্রাসার উদ্বোধন অনুষ্টানে প্রধান অতিতি সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, বিশেষ অতিথি, ছাতক উপজেলা চেয়ারম্যন মোঃ ফজল রহমানকে, ফুল দিয়ে বরণ করেন মাওলানা শাফি উদ্দিন,
পরবর্তীতে গত ১২ জানুয়ারী দুলারবাজারস্থ দাখিল মাদ্রাসার পক্ষ থেকেও তাকে সম্মাননা প্রদান করা হয়।
এসময় বক্তরা বলেন প্রবাস থেকে মাওলানা শাফি উদ্দিন কল্যান পুরি, দেশের সামাজিক কর্মকান্ডে ব্যাপক ভূমিকা রাখছেন। তার এসব কর্মকান্ডের ধারা অব্যাহত রয়েছ।
এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক কর্মকান্ড নিয়ে স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ও জনপ্রতিনিধিদের সাথে প্রতিনিয়ত মত বিনিময় করছেন।
এ বিষয়ে যুক্তরাজ্য প্রবাসি মাওলানা শাফি উদ্দিন কল্যান পুরি বলেন, জীবনের শেষ দিন পর্যন্ত ধর্নীয় শিক্ষা প্রতিষ্টান ও সামাজিক কর্মকান্ড অবদান রাখতে চান। এতে সমাজের সর্বস্থরের মানুষের সহযোগিতাও কামনা করেন তিনি।