ছাতক প্রতিনিধিঃ
ছাতকের সুরমা নদীর উপর নির্মীত সেতু আগামী ০৬ ডিসেম্বর ছাতক মুক্ত দিবসে মহান মুক্তি যুদ্ধের অন্যতম সংগঠক-মরমী কবি বাউল দূর্বীন শাহ এর নামে নাম করণ করে উদ্বোধন করা হউক।
দূর্বিন শাহ সেতু উদ্বোধন নিয়ে সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেন, ছাতক বাসীর জীবনে ১৯৭১ সনের ৬ ডিসেম্বর অত্যান্ত গুরুত্বপূর্ণ দিন। এই দিনে ছাতক শত্রু মুক্ত হয়েছিল। দেশ স্বাধীন হয়েছিল ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরে।
এই বিশেষ দিন স্মরণে আগামী ৬ ডিসেম্বর দূর্বিনশাহ সেতু উদ্বোধন হবে এটাই ছাতক বাসীর প্রত্যাশা।
মুহিবুর রহমান মানিক বলেন- এ সেতুটি বাস্তবায়নে যার অনবদ্য ভূমিকা ইতিহাসে লিপিবদ্ধ থাকবে তিনি বিজয়ের মাস ডিসেম্বরের ০৬ তারিখ ছাতক মুক্ত দিবসে দূর্বীণ শাহের নামে বহুল প্রত্যাশিত এ সেতুটির উদ্বোধন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রি জননেত্রী শেখ হাসিনার বরাবারে আবেদন জানিয়েছেন।