ছাতক প্রতিনিধিঃ
বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবী, গোবিন্দগঞ্জ রিলেশন শপিং সেন্টারে মাহি ফ্যাশন এর স্বত্বাধিকার, আইন উদ্দিন আর নেই। তিনি ১৯ নভেম্বর সকাল সোয়া নয়টার সময় সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাস্পাতালে ইন্তেকাল করেন।১৮ নভেম্বর রাতে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত উইমেন্স মেডিকেল কলেজ হাস্পাতালে ভর্তি করা হয়েছিলো। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫০ বছর। তিনি ছাতক উপজেলার ছৈলা আফজলাবাদ ইউনিয়নের রাধানগর গ্রামের মৃত আছর উদ্দিনের পুত্র।তিনি প্রায় ২০ বছর যুক্তরাজ্যে ছিলেন। প্রায় দুই বছর খানেক পূর্বে তিনি দেশে ফিরে বিয়ের পিড়িতে বসেন।কয়েক মাস পূর্বে তার একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে। সেই পুত্র সন্তান মাস খানের পূর্বে অসুস্থ হয়ে মারা গেলে তিনি মানসিক ভাবে অনেকটা ভেঙে পড়েন।