ফজল উদ্দিন (ছাতক প্রতিনিধি)
সুনামগঞ্জের ছাতক উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে ষাঁড় লালন পালন কারিখামারি দের মধ্যে উৎসাহ বাড়াতে এক প্রতিযোগীতার আয়োজন করা হয়। এ উপলক্ষে গত গত বৃহস্পতিবার বিকেলে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি পূর্বে নিবন্ধিত ৫ টি খামারে উপস্থিত হয়ে ষাড়ঁ যাচাই বাছাই করে নম্বর বন্টন করা হয়। প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ২৬ জুন সোমবার বিকেলে ভারপ্রাপ্ত উপজেলা প্রাণী সম্পদ অফিসার ও ভেটেরিনারি সার্জন ডা.মোহাম্মদ ইমান আল- হোসাইন প্রতিযোগী দের ফলাফল ঘোষণা করেন। প্রাপ্ত নাম্বারের মধ্যে প্রতিযোগীতায় সাজ্জাদুর রহমানের ষাঁড় ১৯১,মাসুক আহমেদ ১৯৯,রুহুল আলম ২০০,আবুবকর সিদ্দিক ২০৮ ও ফয়সাল আহমদ ২৬৯ সর্বোচ্চ নাম্বার পেয়ে উপজেলার শ্রেষ্ট ষাঁড় পালন কারি হিসেবে বিজয়ী ঘোষণা করা হয়।ভারপ্রাপ্ত উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি সার্জন ডা. ইমান আল- হোসাইন জানান উপজেলায় কনটেস্ট ফর সুপার অক্স বিজয়ী ফয়সাল এগ্রোফার্মকে পুরষ্কৃত করা হবে। বিজয়ী নাম ঘোষণা কালে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের সম্প্রসারন কর্মকর্তা ডা.সুমন আচার্য্য,উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা আলমগীর হোসেন।