ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জ জেলার ছাতক থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে
১২ লাখ ৬০ হাজার টাকা সমমুল্যের বিশাল এই বিড়ির চালান জব্দের সময় দু’জনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলো, সিলেটের গোয়াইনঘাট থানার কাঠালবাড়ি (কুগিকান্দি) গ্রামের নুর মিয়ার ছেলে কয়েস আহমদ (৩০) ও সিলেটের জালালাবাদ থানার চৌধুরীগাঁও গ্রামের বশির মিয়ার ছেলে শওকত আলী (২৪)। শনিবার সন্ধ্যায় উপজেলার কালারুকা ইউনিয়নের মাধবপুর এলাকায় একটি ইঞ্জিন চালিত নৌকায় তল্লাশী চালিয়ে এই অবৈধ বিড়ির চালান আটক করা হয়। (গত ২০ আগস্ট) রোববার সকালে আটক দু’জনকে চোরাচালানের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ ঘটনায় শনিবার রাতেই থানার পুলিশের উপ-পরিদর্শক সৈয়দ গোলাম সারওয়ার বাদী হয়ে আটক দু’জনের বিরুদ্ধে চোরাচালান দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে। থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আরিফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি ইঞ্জিন চালিত নৌকায় ভারতীয় অবৈধ নাসির বিড়ি নিয়ে আসা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে এসব অবৈধ নাসির বিড়ি আটক করা হয়। সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার ছাতক (সার্কেল) রনজয় চন্দ্র মল্লিকের নেতৃত্বে একদল পুলিশ এ অভিযানে অংশ নেয়।