ছাতক প্রতিনিধিঃ
ছাতক থানা পুলিশের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানাযায়( গতকাল সোমবার ২০ নভেম্বর) ছাতক থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের বিত্তিতে মাদক বিক্রির সংবাদ পায় পুলিশ। ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলমের নির্দেশনায় এসআই মোঃ শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স এএসআই মোঃ রিয়াজ উদ্দিন, মোস্তাক,আলী আকবর,সুহেব আহমদ সহ রাত ৮ঘটিকার সময়,উপজেলার ১২নং ছৈলা আফজলাবাদ ইউনিয়নের অর্ন্তগত কালিদাসপাড়া এলাকার জনৈক গোরীমহন ভট্টচার্য্য (বটের বাড়ি) পূর্ব পাশের খালি জায়গায় অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় দীঘলী রামপুর গ্রামের মৃত শুকুর আলীর ছেলে পলাতক আসামি কালা মিয়া এর ফেলিয়া যাওয়া প্রতিটি ৩৭৫ মিলিলিটারের ক) ১৪ (চৌদ্দ) বোতল MAGIC MOMENTS GRAIN VODKA মদ, খ) ১৪ (চৌদ্দ) বোতল AC BLACK PURE GRAIN DELUXE WHISKY মদ, গ) ২১(একুশ) বোতল MACDOWELL’S NO-1 মদ, ঘ) প্রতিটি ১৮০ মিলিলিটারের ২৪(চব্বিশ) বোতল Officer’s Choice PRESTIGE WHISKY মদ, ঙ) প্রতিটি ৭৫০ মিলিলটারের ০৩(তিন) বোতল MASTER BLENDER’S SIGNATURE WHISKY মদ সহ উপজেলার জাতুয়া গ্রামের মৃত নরেশ পরকায়স্থের পুত্র সঞ্জুর দখলে থাকা ১৮০ মিলিলিটারের ০১(এক) বোতল Officer’s Choice PRESTIGE WHISKY সহ সঞ্জুকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে উক্ত মদ পালিয়ে যাওয়ায় আসামী কালা মিয়ার নিকট হইতে সেবনের জন্য ক্রয় করিয়াছে মর্মে জানায়। এছাড়াও পলাতক আসামী কালা মিয়া দেশের বিভিন্ন সীমান্ত এলাকা হইতে অবৈধভাবে চোরাই পথে বিদেশি মদ বাংলদেশে এনে ছাতক থানা এলাকা ও আশপাশের এলাকায় মাদক সেবীদের নিকট বিক্রয়ের করে থাকে। সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী বলেও জানিয়েছে পুলিশ।গ্রেফতারকৃত আসামী সঞ্জু পুরকায়স্থ ও পলাতক আসামী কালা মিয়ার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ছাতক থানায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারের বিষয় নিশ্চিত করে ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম জানান মাদক কারবারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আটককৃত আসামিকে মামলা রুজু পুর্বক আদালতে প্রেরণ করার প্রস্তুতী চলছে।