ফারুক আহমেদ সূর্য, স্টাফ রিপোর্টারঃ লালমনিরহাট
সুখে ভরবে আগামী দিন পেনশন এখন সর্বজনীন এই প্রতিপাদ্যে লালমনিরহাট জেলা প্রশাসন ও সোনালী ব্যাংক পিএলসি’র আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়ামে ১৮ (সেপ্টেম্বর ) সকালে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম প্রিন্সিপাল অফিস সোনালী ব্যাংক পিএলসি ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ আব্দুল বারেক চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট মাহাবুব রহমান, উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, ম্যানেজার লালমনিরহাট সোনালী ব্যাংক এস এম তানজির পারভেজ,কবি ও কথাসাহিত্যিক ফেরদৌসী বেগম বিউটিসহ সরকারি, বেসরকারি বিভিন্ন পেশাজীবি’র উপস্থিতিতে হলরুম পরিপূর্ণতা পায়।
জনকল্যাণের প্রয়োজনে সরকারের সর্বজনীন পেনশন স্কিম চালু করণীয় করণে কুড়িগ্রাম ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল বারেক চৌধুরী তাঁর বক্তব্যে উল্লেখ করে বলেন একনজরে সর্বজনীন পেনশন স্কিম ২০২৩ চাঁদার উপর মুনাফা ৮% এ ভর্তুকি সরকার দেবে প্রবাসীদের চাঁদা দিতে বৈদেশিক মুদ্রায়। চার স্কিমে মাসে কত চাঁদা জানতে www.upension govbd সার্চ দিয়ে দেখতে পারেন। কিভাবে নিবন্ধন করবেন, অ্যাপস দিয়ে, ইউনিয়ন ডিজিটাল সেন্টারে। মাসিক প্রিমিয়াম কোথায় পাবেন, সোনালী ব্যাংকে সর্বজনীন পেনশন কর্তৃপক্ষের খোলা একাউন্টে। কিভাবে প্রিমিয়াম দিবেন, সরাসরি ব্যাংক একাউন্টে, যেকোনো এমএসএস দিয়ে। তিনি আরও বলেন সমতা স্কিমে চাঁদাদাতা দেবেন ৫০০ টাকা সরকার দেবে ৫০০ টাকা তাতে মোট চাঁদা দাঁড়াবে ১ হাজার টাকা।
এছাড়াও সর্বজনীন পেনশন স্কিম নিয়ে বিভিন্ন দিক আলোচনায় সরকারের বহুমুখী দিক তুলে ধরেন।