লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ লালমনিরহাট সদর-৩ আসনে আওয়ামিলীগের পক্ষে মনোনয়ন পত্র কিনেছেন লালমনিরহাট জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ মতিয়ার রহমান। তিনি দীর্ঘদিন যাবত জেলা আওয়ামিলীগের বিভিন্ন পদে থেকে দলীয় নেতাকর্মীসহ আপামর জনসাধারণের সেবা করে আসছেন।
লালমনিরহাট সদর-৩ আসনে এ্যাডঃ মতিয়ার রহমানের পক্ষে গণজোয়ার
“আর কোন দাবি নাই সদর ০৩ আসনে নৌকা চাই দাবি মোদের একটাই মতিয়ার রহমান কে এমপি দেখতে চাই”
এই স্লোগানকে সামনে রেখেতারই ধারাবাহিকতায় আজ জেলা আওয়ামিলীগের নেতৃত্বে সকল সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে আজ বিকেলে এক বিশাল গন মিছিল শুরু হয়ে শহরের প্রাণকেন্দ্র মিশনমোড়ে এসে শেষ হয়। মিশনমোড়ে সকল কর্মী ও নেতৃবৃন্দ জড়ো হয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বক্তারা বলেন- লালমনিরহাট জেলায় এ্যাডঃ মতিয়ার রহমানের কোন বিকল্প নাই। সদর ০৩ আসনে একমাত্র যোগ্য প্রার্থী হিসেবে আমরা মতিয়ার রহমানকে এমপি হিসেবে দেখতে চাই। দলীয় নমিনেশন না পাওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।