ফারুক আহমেদ সূর্য স্টাফ রিপোর্টারঃ লালমনিরহাট
জাতীয় পর্যায়ে শিশু পুরস্কারে ২০২৩ সালের রবীন্দ্র সংগীত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে লালমনিরহাটের মেয়ে মল্লিকা রায় মৌমিতা। ২০২৪ ইং এর শুক্রবার (৮ ফেব্রুয়ারী) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে পুরস্কার প্রদান করনে মোঃ শাহাবুদ্দিন মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর পক্ষে একটি স্বর্ণপদক ও সার্টিফিকেট অর্জন করেন মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় সচিব নাজমা মোবারক মহোদয়ের হাতে।
মল্লিকা রায় মৌমিতা পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ রংপুরের ৯ম শ্রেণির কৃতি শিক্ষার্থী। মল্লিকা রায় মৌমিতা জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২৩-এ গ্রুপ পর্যায়ে রবীন্দ্র সংগীত বিষয়ে অংশগ্রহণ করে জাতীয় পর্যায়ে ১ম স্থান অর্জন করেছে। মল্লিকার সংগীতে হাতেখড়ি গুরু-জি মোঃ তমিজদুর রহমান এর কাছে।
মল্লিকা,রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, উচ্চাঙ্গসংগীত, ও দেশাত্মবোধক সংগীতে নিয়মিত চর্চা করেন তাঁর গুরুর কাছে।
মল্লিকা রায় মৌমিতা লালমনিরহাটের আদিতমারীর সহকারী উপজেলা শিক্ষা অফিসার বাবা শ্রী মুকুল চন্দ্র রায় ও মা বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্য রংপুরের মুক্তা রানীর কন্যা।
তারা মল্লিকা’র জন্য সবার কাছে আশির্বাদ কামনা করেছেন।