অর্পিতা দেব স্টাফ রিপোর্টার:-
লালমনিরহাট জেলায় আদিতমারী উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হতে উপজেলায় অবস্থিত বিভিন্ন বাজারে দোকান সমূহে অভিযান চালায় এ.এস.এম মাসুম-উদ-দৌলা (সহকারী পরিচালক) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, লালমনিরহাট জেলা। এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ মোফাজ্জল হোসেন, আদিতমারী উপজেলা খাদ্য অফিসার কর্মকর্তা এবং মোঃ আব্দুর রাজ্জাক খাদ্য পরিদর্শক, জেলা খাদ্য নিয়ন্ত্রণ কার্যালয় লালমনিরহাট। জেলা আনসার সদস্যদের সহযোগিতায় এ অভিযান চালায় তারা। অভিযানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য দ্রব্য, মেয়াদ উত্তীর্ণ ঔষধ, খাদ্যে ভেজাল, অতিরিক্ত দ্রব্য মূল্য, ডিজিটাল ওজন মেশিনের কারচুপি, বেআইনি ঔষধ পত্র ও খাদ্য দ্রব্য সহ ইত্যাদির উপর অভিযান চালিয়ে তারা বিভিন্ন মুদির দোকান হতে ৮০০০ ও ঔষধের দোকান হতে ৩০০০ টাকা সরকারি ভাবে জরিমানা করে। আদিতমারী উপজেলায় অবস্থিত বুড়ির বাজার ও টিপের বাজারে অভিযান চালিয়ে তারা এই অর্থদণ্ড প্রদান করে পাশাপাশি তারা আসন্ন পবিত্র রমজান যেনো কোনোভাবে বিক্রেতারা অতিরিক্ত দ্রব্য মূল্য ধরে না বসে নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রে সে বিষয়ে অবগত করেন বিক্রেতাদের। তারা ক্রেতাদের উদ্দেশ্যে বলেন রমজান ও ঈদ উপলক্ষে অতিরিক্ত জিনিস পত্র একসাথে ক্রয় করার কোনো দরকার নেই। অল্প অল্প করে প্রয়োজনীয় জিনিস সমূহ ক্রয় করুন এবং সিন্ডিকেট রোধ করতে সহায়তা করুন।