নিজেস্ব প্রতিনিধিঃ-
প্রজ্ঞা সলিউশনের অর্থায়নে জীবন সন্ধানী সমাজ কল্যাণ সংস্থার বাস্তবায়নে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ৭৩ নং খাসের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মনোসামাজিক স্বাস্থ্য সেবা প্রদান করা হয় স্বাস্থ্য সেবা গ্রহণ করেন
প্রায় ১০০ জন অনানুষ্ঠানিক কর্মী এর মধ্যে পুরুষ ২০ জন এবং মহিলা ৮০ জন স্বাস্থ্য প্রদান করেন উপসহকারী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহফুজুর রহমান এবং ডাঃ নাছিমা আক্তার এসময় উপস্থিত ছিলেন জীবন সন্ধানী সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক জাহানারা আক্তার ইন্ডিয়া থেকে আগত
বুষন সাহা সিনিয়র টীম মেম্বার প্রজ্ঞা ইন্ডিয়া মোঃ বাহাউদ্দীন জাকারিয়া প্রোগ্রাম অফিসার প্রজ্ঞা সলিউশন বাংলাদেশ তাছনিন প্রোগ্রাম অফিসার প্রজ্ঞা সলিউশন বাংলাদেশ সাদেকুল ইসলাম কো-অর্ডিনেটর JSSKS
মেহেদী হাসান গবেষক JSSKS এবং এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ