জীবন সন্ধানী সমাজ কল্যান সংস্থা গত ২৯ শে আগষ্ট এবং ৪ই সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখে বনার্থদের মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হয় ত্রান সামগ্রীর মধ্যে ছিল
রান্না করা খাবার, চাল,ডাল,আলু,তৈল,লবন,খাবার স্যালাইন,নাপা বিতরণ করা হয়। নোয়াখালী চাটখিল সুদাইয়া,হোসেনপুর ১নং পরগট ইউনিয়ন
আর্থিক ভাবে সহযোগিতা করেন সৌদি প্রবাসী আবুল হোসেন,সৌদি প্রবাসী সফিক,ইস্পেন প্রবাসী কামরুজ্জামান, শাহাপুর কাট ব্যবসায়ি শাহজালাল
সৌদি প্রবাসী আঃমজিদ এবং জীবন সন্ধানী সমাজ কল্যাণ সংস্থা সার্বিক তত্ত্বাবধানে ও আর্থিক সহযোগিতা করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেএসএসকেএস এর প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোঃ মতিউর রহমান
মোসাঃ জাহানারা আক্তার নির্বাহী পরিচালক জেএসএসকেএস,সাবিনা আক্তার বৃষ্টি, মাহবুবুর রহমান,মোক্তার,জসিমউদ্দিন সহ অন্যনারা