জি এলপি পাওয়ার প্রকল্পের ইন্ডিয়া
প্রতিনিধি দল মাঠ পরিদর্শন করেন
মাঠ পরিদর্শনে যান প্রঞ্জা ইন্ডিয়া সিনিয়র টিম মেম্বার বরুণ দত্ত মামরকপুর, নোয়াইল এবং নুনেরটেক
এর ম্যসজীবি, গার্মেন্টস কর্মী, লেদার ইনফরমাল ওয়ার্কারদের সাথে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যার
কথা শুনেন পরবর্তীতে সি আরএম প্রকল্পের মাধ্যমে নুনেরটেক চর এলাকার কৃষকদের প্রশিক্ষণের
আয়োজন করা হয়। প্রশিক্ষণে ট্রেইনার হিসাবে ছিলেন সোনারগাঁ উপজেলা কৃষি কর্মকর্তা তাছলিমা আক্তার তিনি প্রজেক্টোরের মাধ্যমে কৃষকদের কি ভাবে সবজি চাষ
করতে হয় সে ব্যপারে প্রশিক্ষণের মাধ্যমে ধারনা দেয়া হয়।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন তাছলিমা
আক্তার উপজেলা কৃষি কর্মকর্তা
সোনারগাঁ আমি জাহানারা আক্তার নির্বাহী পরিচালক জেএসএসকেএস,
বুরুন দত্ত গুপ্ত সিনিয়র টিম মেম্বার
প্রঞ্জা ইন্ডিয়া মোঃ রুবেল আলী
প্রোগ্রাম অফিসার প্রঞ্জা বাংলাদেশ মোঃ মনির হোসেন জেএসএসকেএস মোঃ সাদেকুল ইসলাম প্রোগ্রাম অফিসার