অর্পিতা দেব স্টাফ রিপোর্টাঃ
আদিতমারী থানার বিশেষ অভিযানে জুয়ার আসর হতে জুয়া খেলা অবস্থায় জুয়ার সরঞ্জামাদি সহ ০১ জন জুয়াড়ু গ্রেফতার।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোজাম্মেল হক এর নেতৃত্বে জুয়ার বিরুদ্ধে
চলমান বিশেষ অভিযানে অদ্য ০৮/০৪/২০২৩ খ্রিঃ আদিতমারী থানাধীন ৩নং কমলাবাড়ী ইউনিয়নের হাজীগঞ্জ মৌজাস্থ জামতলা শ্মশানঘাট সংলগ্ন বাশঝাড় হতে জুয়া খেলা অবস্থায় জুয়া খেলার সরঞ্জামাদিসহ ১। মোঃ আনোয়ার হোসেন (৩২), পিতা মোঃ বাদশা মিয়া, সাং কমলাবাড়ী, থানা আদিতমারী, জেলা- লালমনিরহাটকে গ্রেফতার করা হয়।
আটককৃত জুয়ারুকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করলে জনাব রওজাতুন জান্নাত, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আদিতমারী, লালমনিরহাট মহোদয় উক্ত জুয়াড়ুকে ০৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। গ্রেফতারকৃত আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকারী অফিসার এসআই/কমল কিশোর ঘোষ , এসআই/হামিদুল, এএসআই/সিরাজুল সহ সঙ্গীয় অফিসার ফোর্স আদিতমারী থানা, লালমনিরহাট।এভাবেই প্রতিনিয়ত অভিযান চালিয়ে জুয়ার আসর ভেঙ্গে দেওয়া থেকে জুয়ারু দের গ্রেফতার করছেন আদিতমারী থানার পুলিশ।