হাসান চৌধুরী, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানের অংশ হিসেবে এবং উন্নয়নের অগ্রযাত্রা অব্যহত রাখতে জাতীয় মৎস্যজীবী সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে মিন্ট সভাপতি, খোকন ব্যপারী সাধারণ সম্পাদক ও জীবন ব্যপারী সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গত (১৫ মার্চ ) বুধবার শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে জাতীয় মৎস্যজীবী সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম মিন্টু সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ ও কামারখন্দ -২ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কাজিপুর পৌরসভার পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার,জাতীয় মৎস্যজীবী সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট ইসলাম আলী, জাতীয় মৎস্যজীবী সমিতি কেন্দ্র কমিটি সহ সভাপতি তসলিম উদ্দিন, জাতীয় মৎস্যজীবী সমিতি কেন্দ্রীয় কমিটি সহ সভাপতি আমির হামজা, যুগ্ম সাধারণ সম্পাদক জাতীয় মৎস্যজীবী সমিতি কেন্দ্রীয় কমিটির মোঃ ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক গুরুদাস হালদার, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আহমেদ টুংকু, সাধারণ সম্পাদক টি এম মাইনুল ইসলাম প্রমূখ।
উল্লেখ্য, অনুষ্ঠানের প্রথম অধিবেশনের সমাপ্তি শেষে দ্বিতীয় অধিবেশনে অনুষ্ঠানে উপস্থিত
নেতৃবৃন্দ ও সকল সদস্যদের কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে সংগঠনের আহবায়ক মোঃ শফিকুল ইসলাম মিন্টুকে সভাপতি, খোকন বেপারীকে সাধারণ সম্পাদক ও জীবন বেপারীকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করেন । অনুষ্ঠানে জাতীয় মৎস্যজীবী লীগ সিরাজগঞ্জ জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে মোট ৪১ সদস্যের বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।