হাসান চৌধুরী, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
ভোটার হব নিয়ম মেনে ভোট দিব যোগ্যজনে” এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ নির্বাচন কমিশন ৫ মে জাতীয় ভোটার দিবস ২০২৩ উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃস্পপতিবার ( ০২ মার্চ) সকাল ১০ ঘটিকা জেলা প্রশাসকের কার্যালয়ে কালেক্টোরেট চত্বরে থেকে বনার্ঢ্য শোভাযাত্রাটি শুরু করে জেলা জজ আদালত চত্বর গিয়ে শেষ হয়। এর আগে ফেস্টুন উড়িয়ে শোভাযাত্রাটির শুভ উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন অফিসার মোঃ জিয়াউর রহমান, ২ মার্চ জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠানের সভাপতি জেলা নির্বাচন অফিসার সিরাজগঞ্জ মোহাম্মদ শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) সিরাজগঞ্জ গনপতি রায়, সহকারী পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ তালুকদার, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গাজী ইসাহাক আলী, সিরাজগঞ্জ সদর উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার ও সিরাজগঞ্জ সদর সহকারী কমিশনার ভূমি এস এম রকিবুল হাসান, সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রিয়াজ উদ্দীন, বীরমুক্তিযোদ্ধা সোহরাব আলী,
এছাড়াও আরো উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার মোছাঃ নুরজাহান খাতুন। অনুষ্ঠানে ইলেকট্রনিকও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।