কাঠালিয়া ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠীর রাজাপুর কাঠালিয়ার সার্কেল এসপি মো: মাসুদ রানার আবাও সহসিকতার পরিচয় দিয়ে তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজাপুর সার্কেলাধীন রাজাপুর ও কাঠালিয়া থানায় সংঘটিত ডাকাতির ডাকাত চক্র গ্রেফতার, মালামাল উদ্ধার করেন। আদালতে আসামী কর্তৃক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান একাধিক প্রতারক মামলার আসামি ফারুক সহ প্রতারক চক্র গ্রেফতার করে খুলনা, বাগেরহাটে, বরিশাল অভিযান চালিয়ে আসামি গ্রেফতার করা হয়। বিশেষ অভিযান পরিচালনা করেছেন সার্কেল এএসপি মাসুদ রানা ক্লুলেস ধর্ষন মামলার সন্দিগ্ধ আসামিদের কয়েক ধাপে গ্রেফতারসহ ডি এন এ ম্যাচিং এর মাধ্যমে প্রকৃত আসামী গ্রেফতার এবং বিজ্ঞ আদালতে অভিযোগপত্র হয়। তার এই সহসিকতার অভিযানে কাঠালিয়া রাজাপুর বাসি তাকে অভিনন্দন জানিয়েছেন। সাধারন মানুষ তার এই অভিযান এবং বিভিন্ন মামলার আসামি গ্রেফতার করায় আইন ও পুলিশের উপড় আস্থা ফিরে পেছেন।