লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ লালমনিরহাট জেলার আবু হানিফ চয়ন তিনি বলেন, ঈদের চাঁদ আমাদের মাঝে নিয়ে আসে খুশি ও আনন্দের ধারা। পবিত্র ঈদুল ফিতর আমাদের ধনী-দরিদ্র, উঁচু-নীচুর ভেদাভেদ ভুলে সকল মানুষকে এক কাতারে দাঁড়ানোর শিক্ষা দান করে। দেশের দুঃস্থ, দরিদ্র ও মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সমাজের বিত্তবান শ্রেণীর জনগণ ঈদের এই আনন্দকে সকলের মাঝে ছড়িয়ে দেবেন বলে আশা প্রকাশ করেন তিনি । বিশেষ করে - সাম্প্রতিক সময়ে গরীব অসহায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাড়ানোর মাধ্যমে, তারাও যাতে ঈদের খুশি উপভোগ করতে পারে সেজন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।
তিনি দেশ ও বিদেশের সকল শ্রেণির মানুষ কে ঈদুল ফিতরের আগাম ঈদের শুভেচ্ছা জানান ঈদ মোবারক
শুভেচ্ছান্তেঃ যুবনেতা জনাব মোঃ আবু হানিফ চয়ন তথ্য গবেষণা বিষায়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ কালীগঞ্জ উপজেলা শাখা, সহসভাপতি জাতীয় শ্রমিক লীগ রংপুর মহানগর শাখা ।