লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল ফিতর ২০২৩ উপলক্ষে দেশের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জনাব ফয়জার হোসেন ইউপি সদস্য দলগ্রাম ইউনিয়ন পরিষদ কালীগঞ্জ লালমনিরহাট।
তিনি বলেন, মুসলিমদের সর্ব বৃহৎ উৎসব হচ্ছে ঈদ, প্রতি বছর রমজানে মাসব্যাপী রোজা রাখার পর আমাদের মাঝে আনন্দ আর অনাবিল খুশীর বার্তা নিয়ে চলে আসে ঈদুল ফিতর। এই ঈদুল ফিতরের আনন্দ ও খুশি ছড়িয়ে পড়ুক সকল শ্রেণী-পেশার মানুষের মাঝে। ঈদুল ফিতরের উৎসবকে ঘিরে মুসলিমদের মাঝে হিংসা-বিদ্বেষ, অন্যায়-অবিচারসহ সবকিছু মুছে গিয়ে তৈরি হোক ভ্রাতৃত্ববোধ, মানবতা ও সহানুভূতি।
তিনি আরও বলেন, ‘ঈদ উদযাপনের মাধ্যমে আমাদের মাঝ থেকে সকল প্রকার অশুভ দূর হয়ে যাক। সবার মাঝে ভ্রাতৃত্বের মেল বন্ধন রচিত হোক। আসলে এ ঈদ ধর্মীয় বিধিবিধানের মাধ্যমে সর্বস্তরের মানুষকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ ও ঐক্যবদ্ধ করার প্রয়াস। আল্লাহতায়ালা আমাদেরকে গরীব অসহায় সবার সাথে আনন্দ ভাগাভাগি করে ঈদ উদযাপন করার তৌফিক দান করুন, আমিন।
পবিত্র ঈদুল ফিতরে ধনী-গরিব নির্বিশেষে সকলকে জানাই শুভেচ্ছা। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ঈদ মোবারক। আর সকলের কাছে দোয়া কামনা করেন।