পবিত্র ঈদুল আযহার উপলক্ষে লালমনিরহাট উপ
জেলা বাসী ও ডাউয়াবাড়ী ইউনিয়নের সর্বস্তুরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন জননন্দিত ইউপি চেয়ারম্যান অ্যাডঃ মশিউর রহমান চেয়ারম্যান ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদ । তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন,প্রতি বছর মুসলমানদের প্রধান দুটি উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আযহা। ঈদুল ফিতরের উৎসব কাটানোর কিছু দিন পরেই ঈদুল আযহা নিয়ে আসে সব শ্রেনী পেশার মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ প্রস্তুতি। ভেদাভেদ ভুলে গিয়ে তৈরি হয় ঐক্যের বন্ধন। ঈদুল আযহার আগমনে মহিমান্বিত হয়ে শান্তি শৃংখলায় ভরে উঠুক প্রতিটি পরিবার ও বিশ্ব সমাজ। দেশপ্রেম ভালোবাসা, একে অপরের প্রতি সহানুভূতিশীল গড়ে উঠুক প্রতিটি মানব হৃদয়ে। আসুুন সমাজের ধনী গরীব ধর্ম বর্ণ গোএ, জাতি গোষ্ঠী সম্প্রদায় নির্বিশেষে সবাই পারস্পরিক সহযোগী ও সহমর্মিতার মধ্য দিয়ে পবিত্র ঈদুল আযহার খুশি ভাগাভাগি করে নেই। পরম করুনাময় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি মানুষের জীবন থেকে দূরীভূত হোক সব মহামারী, দুঃখ সুখ ও সমৃদ্ধির ধারায় প্রবাহিত হোক বিশ্বলোক।