লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলা চলবলা ইউনিয়ন উপজেলা বাসী সহ দেশ বিদেশে অবস্হারত সকল প্রবাসীদের বাংলা নববর্ষ ১৪৩১ এর শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রভাষক নয়ন কুমার রায়।
এক শুভেচ্ছা বার্তায় বিদায়ী বছরের বিষন্নতাকে ছাপিয়ে মনকে উৎফুল্ল করে তোলে নতুন বছরের আগমনী বার্তা জানান। বছরের ক্যালেন্ডারের শেষ পাতাটি ছিঁড়ে নতুন দিনের সূচনা, নতুন করে পথচলা। নতুন প্রাণ চাঞ্চল্যতা, নতুন শপথ সব কিছুই যেন একাকার হয় বছরের প্রথম দিনটিতে এসে। অতীতকে মুড়িয়ে দিয়ে নতুন এক সময়কে বরণ করে নেয়ার শিহরণই যেন অন্যরকম।
পুরোনো গ্লানি মুছে নতুন ভাবে বাঁচার প্রত্যয়ে শুরু হয় বাংলার নববর্ষ।
নতুন বছর শুভ হোক, পরিবার-পরিজন নিয়ে সবাই ভাল থাকুক, নতুন বছরের প্রতিটি দিন হোক আনন্দময় এটাই প্রত্যাশা।