পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে লালমনিরহাট জেলা বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রংপুর বিভাগের তিনবারের শ্রেষ্ঠ ও দুবারের সফল সাবেক উপজেলা চেয়ারম্যান, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, মাহবুবুজ্জামান আহমেদ।
এক শুভেচ্ছা বাণীতে মাহবুবুজ্জামান আহমেদ বলেন, সুমহান ত্যাগের মহিমায় এক অনন্য দৃষ্টান্ত পবিত্র ঈদ-উল আযহা । পশু কোরবাণীর মধ্য দিয়ে সৃষ্টিকর্তার প্রতি ত্যাগের মহান আদর্শ স্থাপিত হয়েছে, যা ত্যাগের মহিমায় ভাস্বর। তিনি বলেন, সমাজে হিংসা-বিদ্বেষ, হানাহানি, পরশ্রীকাতরতা থেকে মুক্তির জন্য কোরবাণী আল্লাহ তায়ালার রহমত স্বরূপ। ঈদ-উল-আযহা আমাদের ত্যাগ, শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। ঈদ-উল-আযহার মর্মবাণী অন্তরে ধারণ করে আমরা নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে অংশ নিয়ে বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে অবদান রাখতে পারি। তাই আসুন, এই ঈদে পরস্পরের মধ্যে আনন্দ ও দু:খ ভাগাভাগি করে আমরা মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হই।
দেশ ও জাতির সুখ-শান্তি ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহ তায়ালার রহমত কামনা করে সকলকে আবারও ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক।