ছাতক প্রতিনিধিঃ
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জ জেলার অর্থ সম্পাদক মুহাম্মদ শাহজাহান এর পিতা বিশিষ্ট সমাজসেবক জনাব রমজান আলী’র ঈসালে সাওয়াব উপলক্ষে মীলাদ ও দু’আ মাহফিল ১৫ জুলাই, শনিবার, বাদ জোহর, গোবিন্দগঞ্জস্থ কাজী অফিসে অনুষ্ঠিত হয়েছে।
জেলা সভাপতি মো: মুহাইমিনুল হক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহ আলম এর পরিচালনায় মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান তাজুল, তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফিজ রফিকুল ইসলাম তালুকদার।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলার সহ সভাপতি আবু হেনা মো. ইয়াসিন, সহ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, মুহাম্মদ আল আমীন, সাংগঠনিক সম্পাদক আলী আহমদ নাঈম, প্রচার সম্পাদক ফয়সল আহমদ, অর্থ সম্পাদক মুহাম্মদ শাহজাহান, অফিস সম্পাদক আবু সুফিয়ান, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক আব্দুল বাছিত, সদস্য- শিহাব উদ্দিন, আব্দুল আলীম, সালেহ আহমদ, ছাতক (উত্তর) উপজেলা সভাপতি মামুনুর রশিদ মামুন, দোয়ার (পূর্ব) উপজেলা সভাপতি সাজিদুর রহমান, সাধারণ সম্পাদক লালন আহমদ, ছাতক (উত্তর) উপজেলা সহ সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ নোমান, গোবিন্দনগর মাদরাসা শাখার সাংগঠনিক সম্পাদক তারেক আলম প্রমুখ।