এমরান মাহমুদ প্রত্যয়,নওগাঁ
নওগাঁর আত্রাইয়ে ধাপে ধাপে চলমান ইউনিয়ন পর্যায়ে ভর্তুকি মূল্য কার্ড ধারী নিম্ন আয়ের মানুষের নিকট সাশ্রয়ীমূল্যে টিসিবির পণ্য বিক্রি করা হয়েছে।
রবিবার(৩০ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলার ৮ ইউনিয়ন পরিষদের মধ্যে পর্যায় ক্রমে ১নং সাহাগোলা ইউনিয়নের চেয়ারম্যান মো. মামুনুর রশীদ এর সভাপতিত্বে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার উপজেলা সমবায় কর্মকর্তা এস এম নিজাম উদ্দিন ,সাহাগোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সামছুল আলম,সাধারণ সম্পাদক মো. সন্দেশ,ভবাণীপুর বাজার বণিক সমিতির সভাপতি মো আব্দুল গফুর খাঁন,ইউপি সদস্য মোঃ নজরুল ইসলাম, সহ টিসিবির ক্রেতা ও বিক্রেতা বৃন্দ।
উপজেলার ৮ ইউনিয়নে নিম্ন আয়ের মানুষের কাছে টিসিবির পণ্য পৌঁছে দিতে উপজেলায় সুবিধাভোগী পরিবারের তালিকা তৈরি করা হয়েছে। তালিকা অনুযায়ী তাদেরকে ফ্যামিলি কার্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন।
১নং সাহাগোলা ইউনিয়নের ফ্যামিলি কার্ডের আওতায় ১হাজার ১শত ৫০ পরিবারকে টিসিবি পন্য সাশ্রয়ী মূল্যে বিক্রয় করা হয়েছে।
ডিলার শ্রী সুপবিত্র ঘোষ সাহাগোলা ইউনিয়ন সহ বেশ কয়েকটি ইউনিয়নে টিসিবি পন্য সরবরাহ করবেন।ডিলার শ্রী সুপবিত্র ঘোষ জানান, বরাদ্দের পরিমাণ ৪০৫ টাকার একটি প্যাকেজে প্রত্যেক পরিবার ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তৈল, ৫৫ টাকা দরে ১ কেজি চিনি, ৬৫ টাকা দরে ২ কেজি মসুর ডাল পাবেন।