নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুরে নৌকা প্রতীক মনোনীত বর্তমান এমপি আহসানুল ইসলাম টিটুকে বিজয়ী করার লক্ষে ধুবড়িয়া ইউনিয়ন পরিষদ কর্তৃক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ধুবড়িয়া ইউনিয়নের তিরছা বটতলা এ আলোচনার সভার আয়োজন করা হয়।
ধুবড়িয়া ইউপি সদস্য আলতাফ সিকদারের সভাপতিত্ত্বে ও ধুবড়িয়া ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক আতোয়ার রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুবড়িয়া ইউপি পরিষেদর চেয়ারম্যান শফিকুর রহমান শাকিল এবং অনুষ্ঠানটি উদ্ভোধন করেন ধুবড়িয়ার কৃতি সন্তান আমিরুল ইসলাম (অনি)।
অন্যান্য অতিথি মধ্যে বক্তব্য রাখেন ধুবড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোকছেদুর রহমান রিপন, সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন মাষ্টার, কাজী টুটুল, সাবেক ইউপি সদস্য নরেশ শীল সহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ। আলোচনাসভা শেষে নৌকা প্রতীককে বিজয়ী করতে র্যালী করা হয়।