এমরান মাহমুদ প্রত্যয়,
নওগাঁ সংবাদদাতা:
নওগাঁ সদর উপজেলা হাট নওগাঁ উচ্চ বিদ্যালয় ভবন হল রুমে ২৫জানুয়ারি রোজ শনিবার বিকাল ৩ টায় অসচ্ছল দরিদ্র পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানে মোছাঃ শাহানাজ আকতারের নিজেস্ব অর্থায়নে ৩০০ শত প্রধানমন্ত্রীর উপহার ২০০ শত মোট ৫০০ শত কম্বল বিতরণ করা হয়েছে। এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান নয়ন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি মানবাধিকার নারী সমাজ নওগাঁ ও সভাপতি ধ্রুবতারা যুব মহিলা সমিত মোছাঃ মর্জিনা বেগম এসময় আরো উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা ১২ টি ইউনিয়নের মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
গত কয়েক দিন মাঘ মাসের কনকনে শীতে দেশের মানুষ কাতর ঘুমাতে পারছে না ঠিক তখনই মাননীয় প্রধানমন্ত্রীর উপহার শীত বস্ত্র পেয়ে অসচ্ছল দরিদ্র শীতার্ত পরিবার গুলো আনন্দিত ও উচ্ছ্বাসিত।