নওগাঁর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক উত্তরবঙ্গের কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার সন্তান মো. গোলাম মওলা। বুধবার (২ আগষ্ট) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সভায় জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় জেলার সাংবাদিক নেতারা নবাগত জেলা প্রশাসককে বিভিন্ন সাংবাদিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরন করেন।
এসময় জেলা প্রশাসক মো. গোলাম মওলা বলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধুর রেখে যাওয়া লাল-সবুজের এই বাংলা আমাদের সবার জন্য অমূল্য সম্পদ। এই সম্পদের সঠিক রক্ষনাবেক্ষণ করা এই দেশের প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। প্রশাসন ও সাংবাদিকরা একে অপরের সম্পূরক। আমরা সবাই মিলে মানবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সুচিন্তিত মতামত ও তথ্যপূর্ণ প্রতিবেদনের মাধ্যমে বিভিন্ন বিষয় তুলে ধরে সার্বিক সহযোগিতা করবো। জেলার উন্নয়নের স্বার্থে আমরা এক টেবিলে বসে পজেটিভ সিদ্ধান্ত গ্রহণ করবো। উত্তরের খাদ্য ভান্ডার বরেন্দ্র ভ’মি নওগাঁকে দেশের উন্নয়নের অগ্রযাত্রায় একত্রিভ’ত করতে সবাই মিলে যথোপোযুক্ত তাৎপর্যপূর্ণ তথ্যের আদান-প্রদানের মাধ্যমে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নয়া জেলা প্রশাসক।