এমরান মাহমুদ প্রত্যয়(নওগাঁ)সংবাদদাতা:
সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে ছাত্রছাত্রীদের ফি সমুহ আদায়ের জন্য সোনালী ব্যাংক ও বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বুধবার সকালে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে উভয় পক্ষের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
সোনালী ব্যাংকের পক্ষে নওগাঁ প্রিন্সিপাল অফিসের ডিপুটি জেনারেল ম্যানেজার কৃষিবিধ মো. ওলিউজ্জামান এবং বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, আত্রাই, নওগাঁর পক্ষে প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মো. আব্দুর রহমান রিজভী চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
এ সময় আত্রাই উপজেলা নির্বাহী অফিসার ও বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের সভাপতি মো.ইকতেখারুল ইসলাম, সোনালী ব্যাংক আত্রাই শাখার ম্যানেজার মো. শাহাদৎ হোসেন, আত্রাই প্রেসক্লাবের সভাপতি তপন কুমার সরকার, সহ সভাপতি রুহুল আমিন, প্রভাষক রিপন সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।
চুক্তিপত্রে স্বাক্ষর কালে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার ও বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের সভাপতি মো.ইকতেখারুল ইসলাম বলেন, আধুনিক স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে এ প্রতিষ্ঠানটি এলাকায় স্মার্ট নাগরিক গড়ে তোলার ক্ষেত্রে অগ্রণী ভ‚মিকা পালন করবে।
উল্লেখ্য, বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ এলাকার প্রথম ডিজিটাল কলেজ হিসাবে সুনামের সাথে পরিচালিত হচ্ছে। ২০১৬ সালে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রজেক্টের অধীন এবং ২০২২ সালে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে নওগাঁ জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি অর্জন করেছে। এ ছাড়া ২০২২ সালে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে এ কলেজের বাংলা বিভাগের প্রভাষক মো. আবু রেজা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক এবং কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মো. আব্দুর রহমান রিজভী নওগাঁ জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ (প্রতিষ্ঠান প্রধান,কারিগরি) নির্বাচিত হয়ে ছিলেন।
এমরান মাহমুদ প্রত্যয়
নওগাঁ
মোবাইল ০১৭১৩৬৪৪৮৮২