বিশ্ববিদ্যালয়ে সদ্য আগত নবীনদের সুপ্ত প্রতিভার বিকাশে প্রয়োজন একটি উপযুক্ত মঞ্চের। এমনই মঞ্চ নিয়ে অভিনব প্রতিভাবানদের খোঁজে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলছে ‘স্বেচ্ছাসেবী কার্যক্রমের মাধ্যমে নেতৃত্বের বিকাশ’ স্লোগানে বিশ্বাসী ‘ইউনাইটেড ন্যাশন্স ইউথ অ্যান্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ইউনিস্যাব)- রাজশাহী বিভাগ’ কর্তৃক আয়োজিত ” আরইউ ট্যালেন্ট হান্ট ২.০” এর রেজিষ্ট্রেশন।
৩১ শে অক্টোবর, ২০২২ ইং হতে রেজিষ্ট্রেশন শুরু হওয়ার পর ইতিমধ্যেই নবীনদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে। ৬ টি যুগোপযোগী আকর্ষণীয় বিভাগে সাজানো উক্ত প্রতিযোগিতায় রয়েছে ১৮ টি অ্যাওয়ার্ড সহ বিভাগীয় স্বীকৃতির সুযোগ। এছাড়াও থাকবে অংশগ্রহণের সনদপত্র। রাজশাহী বিভাগের যে কোন বিশ্ববিদ্যালয়ের ১ম, ২য় ও ৩য় বর্ষের শিক্ষার্থীদের পাশাপাশি স্কুল, কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। শিক্ষার্থীরা একটি রেজিষ্ট্রেশন দ্বারা সর্বোচ্চ ৩ টি বিভাগে অংশগ্রহণের সুযোগ পাবে। প্রতিযোগিতার বিভাগগুলো হলো প্রো গ্রাফিক ডিজাইনার, ইনোভেটিভ পোস্টার ক্রিয়েশন, স্লাইড মেকিং কন্টেস্ট, ক্রিয়েটিভ কন্টেন্ট রাইটিং, ফটোগ্রাফি চ্যালেঞ্জ এবং কুইজ ব্যাটেল।
আগ্রহীদের তথ্যসেবা এবং রেজিষ্ট্রেশনের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে সকাল ৯:০০ ঘটিকা থেকে বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত বুথ সচল রয়েছে। পাশাপাশি চলছে অনলাইনে রেজিষ্ট্রেশন। আগামী ২১ নভেম্বর, ২০২২ ইং পর্যন্ত রেজিষ্ট্রেশন অব্যাহত থাকবে। রেজিস্ট্রেশন ফি ১৫০ টাকা।
করোনাকালীন পরিস্থিতিতে প্রথমবারের মতো ” আরইউ ট্যালেন্ট হান্ট ” অনুষ্ঠিত হয়েছিলো যার কার্যক্রম অনলাইনে সীমাবদ্ধ ছিলো। বর্তমানে প্রতিযোগিতাটি আরও বৈচিত্র্যময় ও বিস্তরভাবে আয়োজিত হতে যাচ্ছে।
প্রতিযোগিতার প্রথম ধাপটি সম্পন্ন হবে অনলাইনে যার ফল প্রকাশ করা হবে ২৪ নভেম্বর, ২০২২। প্রথম ধাপের নির্বাচিতদের নিয়ে ২৬ তারিখ স্ব-শররীরে সম্পন্ন করা হবে চূড়ান্ত প্রতিযোগীতা ।প্রতিযোগিতাটিতে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা নিজেদের অবস্থান বিভাগীয় পর্যায়ে তুলে ধরতে সক্ষম হবে এবং দক্ষতা অর্জনে অনুপ্রেরণা পাবে বলে আশা করেন সংগঠনটির বর্তমান আঞ্চলিক সম্পাদক সাব্বির আহমেদ।